ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হওয়ার খবর এসেছে।
16.50
BPBD Provinsi Jatim dan BPBD Lumajang telah menuju lokasi untuk melakukan assesment dan evakuasi warga di sekitar Gunung Semeru. Silahkan mention jika ada yang dilokasi@PRB_BNPB pic.twitter.com/DYj8qIW23u— jogjaupdate.com (@JogjaUpdate) December 4, 2021
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন পূর্ব জাভার মাউন্ট সেমেরু সংলগ্ন এলাকার বাসিন্দারা। উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে তৎপর রয়েছে উদ্ধারকর্মীরাও।
Giant ash cloud sends people sprinting for cover after volcano erupts in Indonesia https://t.co/K5geCqdncL
— BBC Breaking News (@BBCBreaking) December 4, 2021
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫৭ জন আহত হয়েছেন, যাদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার গ্রামগুলো ছাই-ভষ্মে আচ্ছন্ন হয়ে গেছে, ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং তাদের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে এলাকা ছাড়তে হচ্ছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) একজন মুখপাত্র বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্ন্যুৎপাতের কারণে লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রাম আগ্নেয়গিরির ছাই আবৃত করে ফেলেছে, ঘরবাড়ি ডুবে গেছে এবং কিছু মানুষকে উদ্ধার করে মসজিদ ও অস্থায়ী আশ্রয়ে কেন্দ্রে রাখা হয়েছে ।