শেষ পর্যন্ত করোনার আক্রমণ থেকে রেহাই পেলেন না ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) ফরোয়ার্ড লিওনেল মেসিও। মেসির সঙ্গে একই ক্লাবের আরও তিন খেলোয়াড় ও এক স্টাফ আক্রান্ত হওয়ার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ।
4 players that tested positive for #Covid_19 are Leo Messi, Juan Bernat, Sergio Rico and Nathan Bitumazala.https://t.co/nFqgUMLYm9
— Sports News (@eDailySports) January 2, 2022
পিএসজি ক্লাব তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, ‘চার জন খেলোয়াড় যাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা হলেন লিও মেসি, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা। ওরা বর্তমানে নিভৃতবাসে রয়েছে এবং সমস্ত বিধিনিষেধ মেনে চলছে।’
সোমবার ফরাসি কাপে ভ্যাননার বিপক্ষে পিএসজির খেলা রয়েছে। খেলার আগে চার খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেন।
এছাড়াও এই ম্যাচে নেইমারও খেলতে পারবে না । গত ২৮ নভেম্বরে লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে চোটের শিকার হয়ে মাঠের বাইরে আছেন।
তিনি ক্লাবের মেডিক্যাল এবং পারফরম্যান্স স্টাফের সদস্যদের সাথে ব্রাজিলে ৯ জানুয়ারি পর্যন্ত তার চিকিত্সা চালিয়ে যাবে । তার প্রশিক্ষণে ফিরে আসতে এখনও প্রায় ৩ সপ্তাহ সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।