তৃতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ । প্রথম ইনিংসে লিড এখন ৭৩ রানের, হাতে আরও ৪ উইকেট রয়েছে । এই প্রথম এশিয়ার বাইরে বাংলাদেশের পরে ব্যাট করে বা প্রথম ইনিংস শুরু করে লিড পেল টাইগাররা।
Stumps, Day -3: Bangladesh lead by 73 runs at close of play. #BCB #Cricket #BanvNZ pic.twitter.com/9WoKQ8Ohcf
— Bangladesh Cricket (@BCBtigers) January 3, 2022
লিটনের ও মুমিনুলের দায়িত্বশীল ইনিংসের ফলে বাংলাদেশ লিড পেয়ে যায় অতি সহজেই। ট্রেন্ট বোল্টের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। এলবিডব্লিউ হয়ে মুমিনুল আউট হন ৮৮ রানে। এরপর লিটন ৮৬ রান করে বোল্টের বলে আউট হন ।
এর আগে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ৭৮ রান করে সাজঘরে ফিরেছেন । এরপর ১২ রান করে দলীয় ২০৩ রানের মাথায় আউট হন মুশফিকুর রহীমও।
ইয়াসির আলী রাব্বি ১১ ও মেহেদি হাসান মিরাজ ২০ রানে অপরাজিত আছেন। নিউ জিল্যান্ডের পক্ষে নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট নেন।