১৩০ রানের লিড নিয়ে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের ৮৮ ছাড়ও উল্লেখযোগ্য স্কোর বলতে মাহমুদুল হাসান ৭৮, নাজমুল হোসেন ৬৮, লিটন দাস ৮৬ ও মেহেদি হাসান ৪৭ রান করেন।
Stumps, Day – 4 : New Zealand close the day leading Bangladesh by 17 runs.#BCB #Cricket #BanvsNZ pic.twitter.com/605wOUIaD3
— Bangladesh Cricket (@BCBtigers) January 4, 2022
এর আগে বে ওভালে মঙ্গলবার ৬ উইকেটে ৪০১ রান নিয়ে শুরু করা টাইগার বাহিনী মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে ।
স্বাগতিকদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট, নিল ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইরা ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। রস টেলর ৩৭ ও রাচীন রবিন্দ্র ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের চেয়ে এখন তারা ১৭ রানে এগিয়ে ।
ইনিংসের শুরুতে ১৪ রান করে কিউই অধিনায়ক টম লাথামকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। এরপর ইবাদত হোসেনের বোলিং তোপের মুখে ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। ১৩ রান করে সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। এরপর উইল ইয়াং ৬৯, হ্যানরি নিকোলস ০ ও টম ব্লান্ডেল ০ রানে ফিরে যান ।
কিউইদের ব্যাটিং অর্ডার তছনছ করে ইবাদত ১৭ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ।
স্কোর: নিউজিল্যান্ড ১৪৭/৫ (৬৩ ওভার) লিড: ১৭ রান।