মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ । টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে মামুনুলের দল।
🔹 First win v New Zealand in New Zealand (in all formats)
🔹 First Test win v New Zealand
🔹 First away Test win against a team in the top five of the ICC Rankings
🔹 12 crucial #WTC23 points!History for Bangladesh at Bay Oval!#NZvBAN pic.twitter.com/wTtmHfCITZ
— ICC (@ICC) January 5, 2022
বিদেশের মাটিতে এটি বাংলাদেশের ষষ্ঠ টেস্ট জয় হলেও নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম জয় । এর আগে ৯ টেস্ট ম্যাচ খেলে সবকটিতে হেরে যায় বাংলাদেশ ।
আজ টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়। জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে বাংলাদেশ ।
ইনিংসের শুরুতে কিউই পেসার টিম সাউদির বলে দ্বিতীয় ওভারে ৩ রান করে ওপেনার সাদমান ইসলাম আউট হন । জয়ের কাছাকাছি এসে দলীয় ৩৪ রানে নাজমুলকে (১৭) আউট করেন কাইল জেমিসন। এরপর মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহীম ৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন ।
এর আগে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল। আজ ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে অলআউট হয় কিউইরা।
বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ৪৬ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন । এছাড়া তাসকিন আহমেদ ৩টি ও মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট সংগ্রহ করেন ।
Congratulations @BCBtigers. Well played on all fronts. #NZvBAN pic.twitter.com/EYCU1CpQWV
— BLACKCAPS (@BLACKCAPS) January 5, 2022
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রান করে অলআউট হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪৫৮ রান।
৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।