ক্রাইস্টচার্চের হাগলি ওভালে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে খেলতে নেমে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান।
What a day at Hagley Oval. @Tomlatham2 and Devon Conway with a 201* run partnership so far against the @BCBtigers. Scorecard | https://t.co/axYhUf3UBU #NZvBAN pic.twitter.com/iWZltzdGhT
— BLACKCAPS (@BLACKCAPS) January 9, 2022
আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ইবাদত- তাসকিন -শরিফুল ইসলামদের রীতিমতো শাসন করেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। টম লাথাম প্রথম দিন শেষে ২৭৮ বলে ২৮ চারে করেছেন ১৮৬ রান। কিউই অধিনায়ক উইল ইয়ংয়ের সঙ্গে তার ওপেনিং জুটিতে করেন ১৪৮ রান।
কিন্তু ১১৪ বলে ৫ চারে ৫৪ রান করে শরিফুল ইসলামের শিকার হন উইল ইয়ং। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন ডেভন কনওয়ে ও টম লাথাম। কনওয়ে সেঞ্চুরির পথে রয়েছেন । তিনি সংগ্রহ করেছেন ৯৯ রান।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার ও ট্রেন্ট বোল্ট।