nz team
Photo Credit: Twitter/ICC

ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয় পেয়েছে । এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকেরা ড্র করল ১-১ ব্যবধানে ।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অলআউট হওয়ার পর ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের দরকার ছিল আরও ৩৯৫ রান। কিন্তু দুই ইনিংস মিলিয়েও ওই রান করতে পারেনি বাংলাদেশ।

আগের দিন প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে মুমিনুলের দল । আজ তৃতীয় দিনের শুরুতে ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। কিন্তু ৭৯.৩ ওভারে ২৭৮ রান করে গুটিয়ে যায় বাংলাদেশ ।

লিটন দাসের সেঞ্চুরি ব্যতীত আর কেউই বড় ইনিংস খেলতে পারেনি। তিনি ঝোড়ো গতিতে ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন । অধিনায়ক মুমিনুল হক ৬৩ বলে করেছেন ৩৭ রান। শান্ত ২৯ ও ৩৬ রান এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে।

এর আগে স্বাগতিকরা ৩৯৫ রানের লিড নিয়েছিল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টম ল্যাথাম ২৫২ রান করেন এবং ডেভন কনওয়ে ১০৯ রান করেন।

টম লাথাম পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার ও টুর্নামেন্টসেরা হয়েছেন ডেভন কনওয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here