comilla-wins-bpl
Photo Credit: Twitter

টান টান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ম্যাচে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে অষ্টম আসরে চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে ২০১৫ ও ২০১৯ সালে বিপিএল শিরোপা জিতেছিল কুমিল্লা।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে সক্ষম হয় ফরচুন বরিশাল।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। বোলিং করতে আসেন পেসার শহিদুল ইসলাম। প্রথম ৫ বলে দেন মাত্র ৭ রান। শেষ বলে জয়ের জন্য বরিশালের দরকার ছিল ৩ রান। কিন্তু সাকিবের দল মাত্র ১ রানের বেশি নিতে পারায় তৃতীয়বারের মত শিরোপা পায় কুমিল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here