বাংলাদেশ তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এটাই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা।
Bangladesh make history in Centurion!
🎉 The Tigers win the 1st ODI by 38 runs.
🐅 It’s their a first-ever ODI win in South Africa.#SAvBAN | https://t.co/LBaOXJFA9B pic.twitter.com/Y1hE2X8W9g— ICC (@ICC) March 18, 2022
টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ।
ব্যাট হাতে শুরুতেই বাংলাদেশকে বড় রান তৈরীর সূচনা করে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তারা ওপেনিং জুটিতে করেন ৯৫ রান। তামিম ৬৭ বল খেলে ৪১ রান করে আউট হন। এরপর লিটন দাসও ৬৭ বল খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরে ফেরেন।
বাংলাদেশ দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ব্যক্তিগত ৭৭ রান করেন । এর ফলে তিনি ম্যাচ সেরা হন।
জবাবে স্বাগতিকদের ২৭৬ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের স্বাদ নিল বাংলাদেশ ক্রিকেট দল।
বল হাতে বাংলাদেশের মিরাজ ৬১ রানে ৪ উইকেট নেন। তাসকিন ৩৬ রানে ৩টি, শরিফুল ৪৭ রানে ২ উইকেট নেন।
South Africa need 315 runs to win.#BCB #Cricket #SAvBAN pic.twitter.com/82f9FmnFIo
— Bangladesh Cricket (@BCBtigers) March 18, 2022