ইমরানের সুপারিশে রাষ্ট্রপতি আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেন। এখন আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন ইমরান।
আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
Information Minister Fawad Chaudhry said the prime minister's advice to dissolve the National Assembly had been sent to President Dr Arif Alvi under Article 58 of the Constitutionhttps://t.co/3UtGHwqN24
— Dawn.com (@dawn_com) April 3, 2022
এর আগে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বিধানসভার ডেপুটি স্পিকার ৫ ধারায় নাকচ করে দেন।
এরপরই জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান দেশবাসীকে অভিনন্দন বলেন, অনাস্থা প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন ডেপুটি স্পিকার।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ায় নতুন নির্বাচন হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।