শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমখি হতে হবে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়া উভয় সিদ্ধান্তকেই বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছে।
Supreme Court restores National Assembly, orders no-confidence vote to be held on Saturday https://t.co/mxyhC7UMSd
— Dawn.com (@dawn_com) April 7, 2022
শনিবার ৯ই এপ্রিল অধিবেশন শুরু করে আস্থা ভোটার ফয়সালা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ। এরপর যদি ইমরান খানের সরকার আস্থা ভোটে হেরে যায় তাহলে নতুন সরকার গঠন করতে হবে। এছাড়া বর্তমান সরকার কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন না।
এর আগে পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব নাকচ করে যে সিদ্ধান্ত দেশটির ডেপুটি স্পিকার দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে বাতিল করে দিয়েছে।
ইমরান চেয়েছিলেন পার্লামেন্টে ভোটের সময় তাকে যেন হারের মুখে পড়তে না হয়। তাই ডেপুটি স্পিকারের মাধ্যমে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন তিনি। পরে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়ে সংসদ ভেঙে দেওয়া হয়।