দ্বিতীয় টেস্টেও ৩৩২ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল বাংলাদেশ। ৪১৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ৮০ রানে অল আউট হয়ে যায় বাংলদেশ। এর ফলে প্রটিয়ারা ২-০তে টেস্ট সিরিজ জিতল।
Utter demolition 👊
Keshav Maharaj completes his second seven-wicket haul of the series as South Africa bowl out Bangladesh for 80 and complete a 2-0 whitewash.
#SAvBAN | #WTC23 pic.twitter.com/Xxrh6uG2tW
— ICC (@ICC) April 11, 2022
আগের দিন ৩ উইকেটে ২৭ রান করার পর আজ (সোমবার) ম্যাচের চতুর্থ দিন মাত্র ৫৩ বাকি ৭ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। লিটন দাস সর্বোচ্চ ২৭ রান করেন। প্রথম টেস্টে ২২০ রানের পর এই ম্যাচেও ৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
ডারবান ও পোর্ট এলিজাবেথ কোন জায়গায়ই বাংলাদেশ জয়ের কাছাকাছি যেতে পারেনি। দ্বিতীয় টেস্ট চার দিনেই শেষ হয়ে যায়।
স্বাগতিকদের এই জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। তিনি ৪০ রানে ৭ উইকেট নিয়েছেন । দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়েছেন তিনি। এর আগে প্রথম টেস্টের শেষ ইনিংসেও ৭ উইকেট নিয়েছিলেন মহারাজ।
🏏 RESULT | #Proteas WIN BY 332 RUNS
Keshav Maharaj claimed 7/40 in the second innings as the #Proteas romped to victory in the first hour of Day 4 to secure the #BetwayTestSeries over Bangladesh#SAvBAN #BePartOfIt | @Betway_za pic.twitter.com/47W7F5iNpe
— Cricket South Africa (@OfficialCSA) April 11, 2022
এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।