champions-league-final-2022-liverpool-v-real-madrid

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে (2022 UEFA Champions League Final) আবারো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়সূচি অনুযায়ী আগামী ২৯ মে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম ‘স্তাদে দে ফ্রান্সে’ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কবে, কোথায় অনুষ্ঠিত হবে: বাংলাদেশ সময় ( Champions League BD/Bangladesh Time) 

আগামী ২৯ মে বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম ‘স্তাদে দে ফ্রান্সে (Stade de France)’ রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ম্যাচ ভারতীয় সময় ( Champions League Indian Time )

আগামী ২৯ মে ভারতীয় সময় রাত একটায় ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম ‘স্তাদে দে ফ্রান্সে’ রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০১৭-১৮ মৌসুমে এই দুই দলের ফাইনালের প্রথমার্ধেই তখনকার রিয়ালের বর্তমান পিএসজি ডিফেন্ডার সার্জিও রামোসের ট্যাকেলের কারণে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ।

এবার আবার ফাইনালে দেখা হবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠা রিয়ালের সাথে। ফাইনালে উঠার পর তিনি বলেছিলেন, আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। আমরা তাদের বিপক্ষে ফাইনাল হেরেছিলাম। তাই তাদের বিপক্ষে খেলতে চাই। আশা করি, সেটি হলে তাদের হারিয়ে শিরোপা জিতব।

ভিলারিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠা লিভারপুল চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ১০ম ফাইনাল খেলবে। এর আগে ছয় শিরোপা জেতে তারা।

অন্যদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। এর আগে ১৬ ফাইনাল খেলে সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।

বাংলাদেশে কোন টিভি চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

সনি টেন ২ টিভি চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ইউরোপের দর্শকরা কিভাবে দেখতে পাবেন?

# যুক্তরাজ্যের সমর্থকদের জন্য, খেলাটি BT Sport 3, BTsport.com এবং BT Sport অ্যাপে দেখানো হবে।

# মার্কিন সমর্থকদের জন্য, ম্যাচটি CBS, Paramount+, Univision NOW, এবং TUDN-এ দেখা যাবে।

# ভারতের , Sony Pictures Sports Network (SPSN) এর কাছে UEFA চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখানোর স্বত্ব রয়েছে। JioTV মোবাইল অ্যাপের পাশাপাশি SonyLIV অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও ফাইনাল ম্যাচটি স্ট্রিমিং করা হবে। ।

# কানাডিয়ান দর্শকদের জন্য, খেলাটি DAZN-এ লাইভ-স্ট্রিম করা হবে।

# অস্ট্রেলিয়ান দর্শকরা স্ট্যান স্পোর্টের (Stan Sport in Australia) মাধ্যমে দেখতে পাবেন।

এছাড়া সনি টেন এশিয়ার কয়েকটি দেশ যেমন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ও ভুটানে সম্প্রচার করবে।

BT sport champions league live stream free

চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে:

রিয়াল মাদ্রিদ টানা পাঁচবারসহ মোট ১৩ বার শিরোপা জিতেছে। দ্বিতীয় দল হিসেবে ইতালিয়ান ক্লাব এসি মিলান জয় করেছে সাতটি ট্রফি। অন্যদিকে ছয়টি করে ট্রফি জয় লাভ করেছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা: Champions league highest goal record

১৪০: ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড)

১২৫: লিওনেল মেসি (বার্সেলোনা, পিএসজি)

৮৬: রবার্ট লেভানডফস্কি (বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ)

৮৬: করিম বেনজেমা (অলিম্পিক লিয়ন, রিয়াল মাদ্রিদ)

উয়েফা চ্যাম্পিয়নস লিগ পয়েন্ট টেবিল:

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা:

চলতি মৌসুমে ২০২১-২২ সালে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা সর্বোচ্চ গোলদাতা ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here