DESTINY Rafiqul Amin (Managing Director

ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও আত্মসাৎ করা দুদকের মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড এবং ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৭শে মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুলসহ ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। রাজধানীর কলাবাগান থানায় এ মামলা করা হয়।

মামলার ৪৬ জন আসামির মধ্যে কারাগারে আছেন এমডি রফিকুল আমীন ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। পাঁচজন জামিন এবং ৩৯ আসামি পলাতক রয়েছেন। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here