বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তার অবস্থান হারিয়েছে। সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো (Aramco) প্রায় দুই বছরের পর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।
Apple loses position as most valuable firm amid tech sell-off https://t.co/naea9o0n74
— BBC News (UK) (@BBCNews) May 12, 2022
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউইয়র্কে অ্যাপলের শেয়ার ৫% – এর বেশি কমে শেয়ারবাজারে এর মূল্য দাঁড়িয়েছে ২.৩৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, আরামকোর বাজারমূল্য এখন ২.৪২ ট্রিলিয়ন ডলার।
আরামকোকে পেছনে ফেলে প্রায় দুই বছর আগে অ্যাপল বিশ্বের শীর্ষ মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল। বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে ২০২০ সালের পর বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
Move over Aramco, Apple is now world’s most valuable company https://t.co/gPfvrEm2Q8 via @AJEnglish
— MorningRinger (@morning_ringer) May 12, 2022
এছাড়া অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলির শেয়ার যেমন বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল সম্পদগুলির শেয়ারের দামও তীব্রভাবে কমে যাচ্ছে ।