দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৪ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬৫ রান।
Stumps day 4: Bangladesh trail by 107 runs (13 overs)#BCB #Cricket #BANvSL pic.twitter.com/XWsUdhv2uV
— Bangladesh Cricket (@BCBtigers) May 26, 2022
দ্বিতীয় ইনিংসে ফার্নান্দোর বলে তামিম ইকবাল শূন্য রানে আউট হলেন । এই প্রথমবারের মতো এক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি। এছাড়া এরপর নাজমুল হোসেন শান্ত ১১ বলে দুই রান করে হন রান আউট।
প্রথম ইনিংসে ৯ রান করা অধিনায়ক মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হলেন। দলীয় ২৩ রানের মাথায় মাহমুদুল হাসান জয় ১৫ রান করে আউট হলে দলের চতুর্থ উইকেটের পতন হয়। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে চান্দিমাল ও ম্যাথুসের সেঞ্চুরির সুবাদে ৫০৬ রান সংগ্রহ করে। বল হাতে পাচ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। বাকি চারটি উইকেট নেন পেসার ইবাদত হোসেন।