কাতারে ২০২২ সালের বিশ্বকাপের পর আর্জেন্টিনার ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন।
Di Maria to retire from international soccer after World Cup https://t.co/LX4pSJvkmx pic.twitter.com/Qpxtl4AuLY
— CNA (@ChannelNewsAsia) May 30, 2022
“বিশ্বকাপ শেষেই আমার সময় শেষ। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য (আর্জেন্টিনার) অনেকেই তৈরি আছে, তাদের উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে তারা দেখাচ্ছে, তারা এই পর্যায়ের জন্য প্রস্তুত।” আগামী বুধবার লন্ডনে ‘ফাইনালিসিমা’ ম্যাচে ইতালির মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন এই মিডফিল্ডার সাংবাদিকের সাথে কথা বলেন।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবল খেলা ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার কিছুদিন আগে পিএসজি থেকে বিদায় নিয়েছেন । এ পর্যন্ত দলটির হয়ে জিতেছেন মোট ১৯টি ট্রফি। লিগ শিরোপা জিতেছেন ৫টি।
Juventus offer Angel Di Maria one-year contract on free transferhttps://t.co/40EEKdBBJM
— The Sun Football ⚽ (@TheSunFootball) May 29, 2022
তবে কোন লিগে জয়েন করবেন এই বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বলা হয়েছে, জুভেন্টাস তাকে বার্ষিক ৭ মিলিয়ন ইউরো অফার করেছে ।