যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেল ৫ টার দিকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা এলাকায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে গুলি শুরু করে। এ খবর দিয়েছে বিবিসি।
Oklahoma hospital shooting: Four dead and multiple injured https://t.co/nFYZXgfckv
— BBC News (World) (@BBCWorld) June 1, 2022
পুলিশ বলছে যে, মৃতের সংখ্যা বেশি নয়, তবে আহত অনেকে হয়েছে। ঘটনাটি ঘটার তিন মিনিটের মধ্যে সেন্ট ফ্রান্সিস হাসপাতালে পুলিশ পৌঁছায়।
এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেছেন: “এই মুহূর্তে আমাদের কাছে চারজন বেসামরিক নাগরিক মারা যাওয়ার খবর রয়েছে এবং একজন বন্দুকধারী মারা গেছে।”
পুলিশ বলছে, হামলাকারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। ওকলাহোমার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে ঢুকেই গুলি শুরু করেন ওই হামলাকারী।
সন্দেহভাজন বন্দুকধারী নিজেও নিহত হয়েছে। পুলিশের ধারণা তিনি নিজেই নিজেকে গুলি করেছে।