কাতার বিশ্বকাপ মূলপর্বে খেলার জন্য ৩২ দলের নাম চূড়ান্ত হলো। শেষ দল হিসাবে কাতারের আল রাইয়ানে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ ম্যাচে ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। ইতিমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করা হয়েছে, যা আগামী ২১ নভেম্বর শুর হবে।
The stage is set. We now know the final 32 teams that are heading to #Qatar2022. 🤩
Who will lift the #FIFAWorldCup? 🏆 pic.twitter.com/SajfjpmnAx
— FIFA World Cup (@FIFAWorldCup) June 14, 2022
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে উত্তর আমেরিকার এই দলটি বিশ্বকাপে উঠল । কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গী হলো কোস্টারিকা।
এর আগে টাইব্রেকারে পেরুকে হারিয়ে অস্ট্রলিয়া কাতার বিশ্বকাপের টিকেট পেয়েছে ।
বিশ্বকাপের ৩২ দলের কে কোন গ্রুপে কার বিপক্ষে লড়বে:
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান
গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ ই: জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।
কাতার ২০২২ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী ৩২টি দেশ হল?
আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, ওয়েলস, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, সুইজারল্যান্ড, ঘানা, কোরিয়া প্রজাতন্ত্র, ক্যামেরুন, সার্বিয়া, কানাডা, কোস্টারিকা, তিউনিসিয়া, সৌদি আরব, ইরান, ইকুয়েডর। আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এগিয়ে থাকবে স্বাগতিক কাতার।