kushuik-Arfanul-Haque-Rifat
Photo Credit: Collected

এই প্রথমবারে মতো কুমিল্লার মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি ১০৫ কেন্দ্রে মোট ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন।

আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

আজ বুধবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট কেন্দ্র ছিল ১০৫টি।

এবার নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here