আফগানিস্তানে পাকতিকা প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫০ জন।
Powerful earthquake in Afghanistan kills at least 250 people and leaves scores injured, local official tells BBC https://t.co/ruiVrQParU
— BBC Breaking News (@BBCBreaking) June 22, 2022
বিবিসি জানায়, বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ১ ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি বুধবার বলেছেন “মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ কিছু গ্রাম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এবং বিস্তারিত সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে,” তিনি বলেছিলেন।
তালেবান প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি এর আগে বলেছিলেন যে আরও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নির্ধারণের জন্য তদন্ত করা হচ্ছে।