ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। তবে হতাহতদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Ukraine war: Russian strike on shopping centre a war crime – G7 leaders https://t.co/loHc90Ngp5
— BBC Breakfast (@BBCBreakfast) June 28, 2022
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিং মলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিলেন। বিপণীকেন্দ্রটিতে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। খবর বিবিসির
স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে অ্যামস্টোর নামে ওই শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। বিবিসির সংবাদদাতা ধারণা করছেন, এটি হয়ত একটি ‘গাইডেড মিসাইল’ বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র ছিল।
শপিং সেন্টারটি রুশ-নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে।
জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন।