স্কাই নিউজের সাংবাদিক টম লারকিন জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে বুধবার (৬ জুলাই) রাতেই অনাস্থা ভোট আয়োজন করতে পারেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। আর তা হলে রাতেই প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস। টম লারকিন কনজারভেটিভ পার্টির নিয়ম-কানুন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। খবর রয়টার্সের।

টম লারকিন জানান, কনজারভেটিভ দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার অনাস্থা ভোট আয়োজন করলে, আগামী এক বছরের মধ্যে কোনো এরকম কোনো ভোট আয়োজন করা যাবে না। কিন্তু সম্ভাবনা আছে এ নিয়ম পরিবর্তনের, এমনও হতে পারে যে; স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়ই প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস। বুধবার সন্ধ্যায় বরিস জনসনের বিরুদ্ধে আরেকটি অনাস্থা ভোট হতে পারে বলে জানান তিনি।

এক টুইট বার্তায় টম লারকিন বলেন, আজ সন্ধ্যাই নিয়ম পরিবর্তন হতে পারে এবং রাতে হতে পারে অনাস্থা ভোট। তবে পুনরায় অনাস্থা ভোট হতে পর্যাপ্ত সংখ্যক সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

প্রসঙ্গত, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের ২৭ জন ব্যক্তি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগকারীদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রীও রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here