president-Droupadi-Murmu
Photo Credit: Twitter/ANI

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন সদ্য নির্বাচিত দ্রৌপদী মুর্মু। আজ সোমবার দেশটির সংসদ ভবনের সেন্ট্রাল হলে সকাল ১০.১৫ মিনিটে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেন দ্রৌপদী মুর্মু।

ভারতের সংসদের সেন্ট্রাল হলে ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রীরা এবং আইনপ্রণেতারা সংসদে শপথ অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনী ভাষণে নতুন রাষ্ট্রপতি বলেন, ‘ভারতের সকল নাগরিকের আশা, আকাঙ্খা এবং অধিকারের প্রতীক এই পবিত্র সংসদের পক্ষ থেকে আমি সকল নাগরিকদের বিনম্রভাবে অভিনন্দন জানাই। আপনাদের স্নেহ, বিশ্বাস এবং সমর্থন আমার কাজ এবং দায়িত্ব পালনে আমার সবচেয়ে বড় শক্তি হবে।’

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুর্মু রাষ্ট্রপতি পদে জয়ী হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম আদিবাসী রাজনীতিবিদ হয়ে ইতিহাস রচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here