আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে।
India seal a tense win in Dubai to beat Pakistan 🙌🏻#INDvPAK | #AsiaCup2022 | 📝 Scorecard: https://t.co/mKkZ2s5RKA pic.twitter.com/5KBNSKwfjL
— ICC (@ICC) August 28, 2022
জয়ের জন্য ভারতের শেষ ওভারে ৩ বলে ৬ রানের প্রয়োজন ছিল। হার্দিক পান্ডিয়া চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে কাঙ্খিত জয় এনে দেয়।
আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলারদের মোকাবেলা করে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৪৭ রান। পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
জবাবে ভারত জয়ের জন্য ১৪৮ রানের রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে রাহুলের উইকেট হারায়। এরপর কোহলির ৩৫ ও জাদেজার ৩৫ রানের সুবাদে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন হার্দিক। এছাড়া ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ভারতের এই অলরাউন্ডার।
অন্যদিকে ৩৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের নওয়াজ। অভিষেক ম্যাচে ২৭ রানে ২ উইকেট নাসিম শাহ।