আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২-এ বাংলাদেশ এক রোমাঞ্চকর ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে। যদিও উভয় দল ইতিমধ্যেই ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
Bangladesh are the winners of the ICC Women's #T20WorldCup 2023 Qualifiers 🏆
They beat Ireland in a thrilling final by seven runs! 🙌🏻
📝 Scorecard: https://t.co/opmskyCkWs pic.twitter.com/Z9Z26EVxIs
— ICC (@ICC) September 25, 2022
বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করেন ফারজানা।
জবাবে ৯ উইকেটে ১১৩ করে আয়ারল্যান্ড।
ICC Women's T20 World Cup Qualifier Final: Bangladesh Women's team won by 7 runs.#BCB | #BANvIRE | #IWC pic.twitter.com/ZblwM9Fsh0
— Bangladesh Cricket (@BCBtigers) September 25, 2022