ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। ৪৫ বছর বয়সী জর্জিয়া এবং তার মন্ত্রিপরিষদ সদস্য ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে শপথবাক্য পাঠ করেন। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী রয়েছেন। খবর বিবিসি’র।
Italy's far-right leader, Giorgia Meloni, has formally accepted the job of becoming the country’s next PM.
Profile charts her rise from a working-class neighbourhood of Rome, and how she first got into politics aged 15.https://t.co/m8ySuVVLo8
— BBC Current Affairs (@BBC_CurrAff) October 21, 2022
সেপ্টেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ডানপন্থী এই জোট ৪৪ শতাংশ ভোটার মধ্যে ২৬ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেন। চার বছর আগে মেলোনির পার্টি মাত্র ৪.১৩% ভোট পেয়েছিলেন।
Ecco la squadra di Governo che, con orgoglio e senso di responsabilità, servirà l’Italia. Adesso subito al lavoro. pic.twitter.com/QnaJ20fqyK
— Giorgia Meloni 🇮🇹 ن (@GiorgiaMeloni) October 22, 2022
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালিতে এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থী সরকার তৈরি হলো।