কাতার বিশ্বকাপের সি গ্রূপে আর্জেন্টিনা আজ তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এসেছে।
Two second half goals see @Argentina take all three points in a crucial match in Group C! 🇦🇷#Qatar2022 | #FIFAWorldCup pic.twitter.com/KxXUc3kJFP
— Road to 2022 (@roadto2022en) November 26, 2022
আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। পোল্যান্ডের কাছে ২-০ গোলে সৌদি আরবের হারে বিপদে ছিল আর্জেন্টিনা। আজকে মেক্সিকোর বিরুদ্ধে হারলেই এ বারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হত মেসির দলকে।
ম্যাচের ৬২ মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মেসি। পরে ৮৮ মিনিটে ফার্নান্দেজ দ্বিতীয় গোলে করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আলবিসেলেস্তেদের (নীল-সাদা দল)।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩০ নভেম্বর দোহার ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিন লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের মাঠে নামবে মেক্সিকো।