শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কো। পূরণ হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন। বিশ্বকাপের ট্রফিটা না ছুঁয়েই বিদায় নিলেন পর্তুগিজ এই ফুটবল তারকা।
MOROCCO ARE HEADING TO THE SEMI-FINALS! 🇲🇦@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
ম্যাচের ৪২ মিনিটে দারুণ এক হেডে গোল করে মরক্কোকে এগিয়ে দিলেন ইউসেফ এন-নেসারি। চলতি ২০২২ বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল।
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৩) লাল কার্ড দেখলেন মরক্কোর তারকা ফুটবলার ওয়ালিদ শেদিরা। শেষ ৬ মিনিট ১০ জনের মরক্কোর বিপক্ষে গোল করতে পারলো না পর্তুগাল।
১৫ তারিখ বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচের বিজয়ীর সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথবারের মত সেমিফাইনালে উঠা মরক্কো।