কুলদীপ যাদবের ঘূর্ণি বলে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের প্রথম টেস্ট ম্যাচে ১৮৮ রানে জিতেছে ভারত। ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় ৫৫.৭৭ নিয়ে তৃতীয় স্থানে উঠল টিম ইন্ডিয়া।
Axar Patel wraps up Bangladesh as India seal an emphatic win in Chattogram.#BANvIND | #WTC23 | 📝 https://t.co/ym1utFHW3S pic.twitter.com/B4utY6wPy6
— ICC (@ICC) December 18, 2022
এই ম্যাচে দুই ইনিংসেই ৪০ রান করে আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। বল হাতে প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের বিনিময়ে আরও ৩টি উইকেট নেন কুলদীপ। এছাড়া স্বাগতিক দলের হয়ে অভিষেক টেস্ট ম্যাচ খেলে সেঞ্চুরি করেন জাকির হোসেন ১০০।
আজ ম্যাচের পঞ্চম দিনে ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৫২ রান। স্বাগতিকরা পঞ্চম দিনের প্রথম সেশনেই ৩২৪ রানে অল-আউট হয়ে যায়।
এর আগে, চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারতের গড়া ৪০৪ রানের জবাবে মাত্র ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।
৫১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম দিনে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
আগামী ২২ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন
ভারত একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব