নেদারল্যান্ডসভিত্তিক ম্যাগাজিন ‘ডিপ্লোম্যাট’ চলতি সংখ্যার প্রচ্ছদ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রচ্ছদের শিরোনাম দেওয়া হয়েছে, “শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি”। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই প্রচ্ছদ উন্মোচন করা হয়।
হেগে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় একটি হোটেলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, এ্যাংগোলা, সুইডেন, ফিনল্যাণ্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনিজুয়েলা ও ইকুয়েডরের রাষ্ট্রদূত, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা ও আজারবাইজেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কেনিয়া, পোল্যান্ড ও পানামা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিপ্লোম্যাটের প্রকাশক মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল অতিথিদের সঙ্গে নিয়ে ম্যাগাজিনের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেন। ডিপ্লোম্যাট-এর অফিসিয়াল ফেসবুক পেজেও চলতি সংখ্যার একটি ছবি পোস্ট করা হয়েছে।