U-19-Women's-T20-World-Cup,-2023

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে।  নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকেও হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে জিতে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ২১শে জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দিশা বিশ্বাসের দল।

তারিখ ও সময় ম্যাচ – ভেন্যু – সুপার সিক্স, গ্রুপ ১ফলাফল
জানুয়ারি ২১
বাংলাদেশ সময় ৫:৪৫
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
জানুয়ারি ২৫
বাংলাদেশ সময় ৫:৪৫
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী বনাম সংযুক্ত আরব আমিরাত মহিলা অনূর্ধ্ব-১৯,
 নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি নং ১ গ্রাউন্ড, পচেফস্ট্রুম

 

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৩:

এবার বিশ্বকাপে ১৬টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে এবং তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে- ইংল্যান্ড, পাকিস্তান, রুয়ান্ডা ও জিম্বাবুয়ে, ‘সি’ গ্রুপে আছে- আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইন্দোনেশিয়া এবং ‘ডি’ গ্রুপে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনাল:

২৭ জানুয়ারি দু’টি সেমিফাইনাল ম্যাচ হবে।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কবে?:

২৯ জানুয়ারি, সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল:

দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া , মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুর্বণা কর্মকার, নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।

২০২৭ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোথায় হবে?

নেপালের সঙ্গে যৌথভাবে ২০২৭ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২০ সালে এই দক্ষিণ আফ্রিকাতেই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ছেলেরা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here