২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি, কবে, কোথায় হবে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়াম
ICC World Cup 2023 Schedule: ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী / Photo Credit: Twitter

আজ মঙ্গলবার (২৭ জুন) আইসিসি ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি (2023 Cricket World Cup) ঘোষণা করেছে। এই প্রথমবারের ভারত এককভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে 2023 ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর  – সকাল ১১টায়। ভারতের ১০টি শহরে ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত হবে। ৪৬ দিনের বিশ্বকাপে মোট ম্যাচ আছে ৪৮টি।

১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদেই ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ক্রিকেট বিশ্বকাপ ।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টের আয়োজন করা হবে। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের সূচি:

তারিখসময় ম্যাচ – ফলাফলদলস্টেডিয়াম
১৯ নভেম্বরদুপুুর ২টা ৩০ মিনিটফাইনাল
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ভারত-অস্ট্রেলিয়াআহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের সূচি:

তারিখসময় ম্যাচ – ফলাফলদলস্টেডিয়াম
১৫ নভেম্বরদুপুুর ২টা ৩০ মিনিটপ্রথম সেমিফাইনাল
ভারত ৭০ রানে জয়ী
ভারত-নিউজিল্যান্ডওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
১৬ নভেম্বরদুপুুর ২টা ৩০ মিনিটদ্বিতীয় সেমিফাইনাল
অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী 
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া
ইডেন গার্ডেন্স, কলকাতা

 

ম্যাচতারিখভেন্যু
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড৫ অক্টোবরনরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
পাকিস্তান বনাম নেদারল্যান্ডস৬ অক্টোবররাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
বাংলাদেশ বনাম আফগানিস্তান (ডি)৭ অক্টোবরহিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, দ্রাস
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা৭ অক্টোবরঅরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
ভারত বনাম অস্ট্রেলিয়া৮ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস৯ অক্টোবররাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
ইংল্যান্ড বনাম বাংলাদেশ (ডি)১০ অক্টোবরহিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, দ্রাস
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা১০ অক্টোবররাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
ভারত বনাম আফগানিস্তান১১ অক্টোবরঅরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা১২ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ১৩ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
ভারত বনাম পাকিস্তান১৪ অক্টোবরনরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
ইংল্যান্ড বনাম আফগানিস্তান১৫ অক্টোবরঅরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা১৬ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস১৭ অক্টোবরহিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, দ্রাস
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান১৮ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
ভারত বনাম বাংলাদেশ১৯ অক্টোবরমহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান২০ অক্টোবরএম. চিন্নaswamy স্টেডিয়াম, বেঙ্গালুরু
নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা (ডি)২১ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা২১ অক্টোবরওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
ভারত বনাম নিউজিল্যান্ড২২ অক্টোবরহিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, দ্রাস
পাকিস্তান বনাম আফগানিস্তান২৩ অক্টোবরএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ২৪ অক্টোবরওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস২৫ অক্টোবরঅরুণ জেটলি স্টেড

ভারতের কয়টি শহরে ২০২৩ বিশ্বকাপ হবে?

২০২৩ বিশ্বকাপ ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হবে।

আহমেদাবাদ (নরেন্দ্র মোদী স্টেডিয়াম), বেঙ্গালুরু (এম চিন্নাস্বামী স্টেডিয়াম), চেন্নাই (এমএ চিদাম্বরম স্টেডিয়াম), দিল্লি (অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম), ধর্মশালা (হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম), হায়দ্রাবাদ (রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, উৎপল), কলকাতা (ইডেন গার্ডেন), লখনউ (অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম), মুম্বাই (ওয়াংখেড়ে স্টেডিয়াম), পুনে (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম অন্তর্ভুক্ত।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে লোগোর কি নাম রাখা হয়েছে?

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে। এই লোগোর মধ্যে সমর্থকদরে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হল- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে?

বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। এর মধ্যে ৩৯টি ম্যাচই দিন-রাতের, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ৬টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

মূল টুর্নামেন্টের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে প্রস্তুতি ম্যাচ। সব দলই দুটি করে ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলি হবে হায়দরাবাদ, থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে।

  • ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে

আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।

  • বাংলাদেশ কি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে?

অবশ্যই। ইতিমধ্যে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের।

  • ২০২৩ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ কবে হবে?

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে।

  • ভারতে কতবার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে?

২০২৩ সালের বিশ্বকাপসহ ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।

  • ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কয়টি দল অংশ গ্রহন করবে?

২০২৩ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ১০টি দল খেলবে। এর মধ্যে শীর্ষ আটটি দল আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ৷ বাকি দুটি দল শ্রীলঙ্কা (কোয়ালিফায়ার-২), নেদারল্যান্ডস (কোয়ালিফায়ার-১) বাছাইপর্বের টুর্নামেন্ট থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করছে। বাংলাদেশ ইতিমধ্যে সরাসরি ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

  • ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কবে হবে

৫ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কবে হবে

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

  • ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?

২০২৭ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here