cristiano-ronaldo
Photo Credit: Twitter

বয়স কোন ব্যাপার নয় সেটা আবারও প্রমান করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ‘সিআর সেভেন’ এখন আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।

বাংলাদেশ সময় ২৪শে মার্চ রাতে ইউরো বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে লিসবনে জোসে আলভালাদে স্টেডিয়ামে সফরকারী লিচেনস্টেইনকে ৪-০ গোলে হারায় স্বাগতিক পর্তুগাল।

রেকর্ড গড়া এই ম্যাচে রোনালদো জোড়া গোল করেন। এছাড়া দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো ও বেনার্দো সিলভা।

ম্যাচের ৫১ মিনিটে স্পট কিকের মাধ্যমে দলের হয়ে তৃতীয় গোল করেন রোনালদো। এরপর ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা আন্তর্জাতিক ফুটবলে ১২০তম গোলের রেকর্ড করেন ৬৩ মিনিটে ফ্রি কিকের মাধ্যমে আরও একটি গোল করে। এর আগে ৮ মিনিটে হোয়াও ক্যানসেলো ও ৪৭ মিনিটে বার্নাডো সিলভার গোলে দল ২-০তে এগিয়ে যায়।

২০০৩ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় এবং গত বছর কাতারে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার গৌরব অর্জন করেন তিনি।

এখন পর্যন্ত রেকর্ড রোনালদোর মোট গোল কত?:

ক্যারিয়ারের মোট লক্ষ্য: ৮৩০ ( মার্চ ২৪, ২০২৩)
আন্তর্জাতিক গোল: ১২০ ( মার্চ ২৪, ২০২৩)
চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল (১৪০)

পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কতগুলি গোল করেছেন?

  • ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১২০টি আন্তর্জাতিক গোল করেছেন। ( মার্চ ২৪, ২০২৩)

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: ১৪ গোল
ফিফা বিশ্বকাপ: ৮ গোল
উয়েফা নেশনস লিগ: ৭ গোল
আন্তর্জাতিক প্রীতি: ২০ গোল
ফিফা বিশ্বকাপের যোগ্যতা: ৩৬ গোল
ফিফা কনফেডারেশন কাপ: ২
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা: ৩৩ গোল

ক্রিশ্চিয়ানো রোনালদো মোট কয়টি হ্যাটট্রিক করেছেন?

ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অবিশ্বাস্য ৬২টি হ্যাটট্রিক করেছেন, এর মধ্যে সৌদি প্রো লিগের হ্যাটট্রিক রয়েছে, যার মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল আল নাসর ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here