হার দিয়ে শেষ হলো আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির পিএসজি অধ্যায়। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় লিগ ওয়ানে ক্লারমন্ট ফুটের কাছে ২-৩ ব্যবধানে হেরে যায় পিএসজি।
🚨 PSG manager Christophe Galtier has just confirmed that Leo Messi will leave PSG at the end of the season.
“I had a privilege of coaching the best player in the history of football. It will be Leo’s last match at the Parc des Princes against Clermont”. pic.twitter.com/hieCFUFBQm
— Fabrizio Romano (@FabrizioRomano) June 1, 2023
এই ম্যাচে সার্জিও রামোস (১৬) ও কিলিয়ান এমবাপ্পের(২১) গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের খেলা শেষ আগেই জোহান গাস্তিয়েন (২৪)ও মেহদি জেফফান(৪৫+১) দুই গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে. এরপর বিরতির পর ৬৩ মিনিটে ক্লেরেমন্টের হয়ে গ্রিজন কেয়েই তৃতীয় গোল করে দলকে জয় এনে দেয়.
এটাই ছিল পিএসজির হয়ে মেসি ও সার্জিও রামোসের (প্যারিস সেন্ট জার্মেই)শেষ মেচ এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিরও শেষ ম্যাচ ছিল।
📸 This is the photo you've been waiting for! Paris Saint-Germain is the champion of France for the 1️⃣1️⃣th time in its history! #HistoryIsMadeInParis 🏆 pic.twitter.com/WUe2gzP5WV
— Paris Saint-Germain (@PSG_English) June 3, 2023
ইতিমধ্যে ৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ ওয়ান শিরোপা জিতেছে পিএসজি। ফ্রান্স লিগ-১-এর এই মৌসুমে ৩৮টি ম্যাচের মধ্যে ২৭টিতে জয়, ৭ ম্যাচে পরাজয় ও ড্র হয়েছে ৪টি ম্যাচ।
উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে দীঘ ২১ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটিয়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে পাড়ি জমান ফ্রেঞ্চ লিগ ওয়ানে। এর ফলে ৩০ জুন বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এই আর্জেন্টাইন তারকার।