আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা
Photo credit: Twitter/ittihad_en

প্রাক্তন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে আগামী মৌসুম তেকে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। জেদ্দা কেন্দ্রিক ক্লাবটির একটি সূত্র বার্তা সংস্থা এএপপিকে বিষয়টি আজ নিশ্চিত করেছে।

সৌদি ক্লাব সূত্রটি জানায়,‘ করিম বেনজেমা আগামী মৌসুম থেকে তিন বছরের জন্য আল-ইত্তিহাদ ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন।’

তবে, এই ছুক্তি কত তাকার হয়েছে, তা ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে, ফ্যাব্রিজিও রোমানোর এক টুইট বার্তায় বলেছেন যে, বেনজেমা বছরে পাবেন ২০ কোটি ইউরো।

রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগা ম্যাচই রিয়াল মাদ্রিদের জার্সিতে করিম বেনজেমার শেষ ম্যাচ ছিল।

মাদ্রিদের হয়ে ৬৪৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৪ টি গোল করেছেন বেনজেমা। সর্বোচ্চ ৩৫৫টি গোল করেছেন রোনাল্ডো।