আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের অপেনার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামে টাওয়ার ইন হোটেলে সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।
BREAKING – Bangladesh ODI captain Tamim Iqbal announces immediate retirement from all international cricket 👇
READ MORE: https://t.co/47EUHy1XmB pic.twitter.com/M6c5Qy12lD
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 6, 2023
অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তামিম বলেছেন, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারো ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সবসময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’
An icon of Bangladesh cricket 🇧🇩
Tamim Iqbal announces his international retirement 👉 https://t.co/47EUHy1XmB pic.twitter.com/N587NJRcWI
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 6, 2023
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫,১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮,৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ ম্যাচ খেলে ১৭৫৮ রান করেছেন, এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি রয়েছে।