Photo credit BY : Mashrafe Bin Mortaza/Facebook page

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে্ছেন বাংলাদেশ ক্রিকেটার অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান।

তিনি আজ স্ত্রী আয়েশা ইকবালসহ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান। এই সময় সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিমের সঙ্গে ছিলেন।

গণভবন থেকে বের হওয়ার পর অপেক্ষমাণ সাংবাদিকদের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রসঙ্গে তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here