ইন্টার মায়ামি সময়সূচী, লিওনেল মেসি কখন, কোথায়, কোন ম্যাচ খেলবেন
Photo credit: InterMiamiCF/twitter

অনেক জল্পনার অবসান ঘটিয়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কথা ঘোষণা করা হয়।

 

২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটিতে খেলবেন লিওনেল মেসি। মেসি এক বিবৃতিতে বলেছেন, “আমি ইন্টার মিয়ামি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমার ক্যারিয়ারের এই পরবর্তী ধাপটি শুরু করতে ভীষণ রোমাঞ্চিত।

তিনি আরো বলেন, “এটি একটি দুর্দান্ত সুযোগ, এবং একসাথে আমরা এই সুন্দর প্রকল্পটি তৈরি করতে এগিয়ে যাব। আমরা যে উদ্দেশ্যগুলি সেট করেছি তা অর্জনের জন্য একসাথে কাজ করা, এবং আমি এখানে আমার নতুন ঠিকানা থেকে ক্লাবকে সহায়তা করতে খুব আগ্রহী”।

আজ ক্লাবের আঙিনা ফোর্ট লডারডেইলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বিশেষ একটি আয়োজনে মেসিকে বরণ করে নেবে ইন্টার মায়ামি। আগামী ২১ জুলাই, লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে অভিষেক হতে পারে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here