ইতিহাস গড়লো বাংলাদেশের নারী ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল প্রথম জয় পেয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এর ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
Congratulations Bangladesh Women’s Team! ✨
First-ever ODI win over India pic.twitter.com/4Roo4B7x1Y
— Bangladesh Cricket (@BCBtigers) July 16, 2023
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ৪৪ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত।
ব্যাট হাতে বাংলাদেশের মেয়েরা ৪৩ ওভারে ১৫২ রানে আটকে যায় । বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। অন্যদিকে ফারজানা হক ২৭ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতীয় মহিলা দলের হয়ে অভিষেকে ৯ ওভারে ৪ উইকেট ৩১ রান দিয়ে আমানজত কৌর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন।
২৩ বছর বয়সী এই তরুণী বাংলাদেশের দলকে নাড়িয়ে দিয়েছিলেন মুর্শিদা খাতুন, ফারগনা হক, অধিনায়ক নীগার সুলতানা এবং রবিয়া খানকে আউট করে, যার ফলে স্বাগতিক দল ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়।
ভারতের আমানজত কৌর ৪টি উইকেট নেন।
বৃষ্টি আইনে ভারতের সামনে লক্ষ্য দাড়ায় ১৫৪ রান। জবাবে ভারতীয় দল ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রান করে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানে ম্যাচ হেরে যায়।
India Women’s Tour of Bangladesh 2023 | 1st ODI Match
Player of the Match:Marufa Akter (Bangladesh) | 4/29 wickets
Post-Match Presentation:
Mr. Nizam Uddin Chowdhury, Chief Executive Officer, Bangladesh Cricket Board#BCB | #Cricket | #BANWvINDW pic.twitter.com/t5shnxxg00— Bangladesh Cricket (@BCBtigers) July 16, 2023
বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন।
India Women’s Tour of Bangladesh 2023 | 1st ODI Match
Bangladesh Won by 40 Runs (D/L)
Full Match Details: https://t.co/kX8fJqBwfM#BCB | #Cricket | #BANWvINDW pic.twitter.com/NjTeuZLYij
— Bangladesh Cricket (@BCBtigers) July 16, 2023
আগামী ১৯ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুরেই।