বাংলাদেশ ৯ উইকেটে জিতল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে, সিরিজ ২-১

আজ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে থেকে শেষ ওয়ানডে ম্যাচে হেরেও ২-১ সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

শনিবার নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৩১.৪ ওভারে সবকোটি উইকেট হারিয়ে ৯৮ রান করে নিউজিল্যান্ড। দলীয় ১৬ রানে কিউই ওপেনার রাচিনকে বিদায় করেন তানজিম সাকিব। ১২ বলে ৮ রান করে বিদায় নেন এই কিউই ওপেনার।

৭ ওভারে বল করে শরীফুল ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ৫০ উইকেটের খাতায় নাম লেখালেন ।

এছাড়া বল হাতে বাংলাদেশের হয়ে সৌম্য ও তানজিম হাসানও তিনটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১৫.১ ওভারে ৯৯ রান করে করে জয় তুলে নেয়। নাজমুল হক শান্ত ৫১ রান করে অপরাজিত থাকেন। এনামুল ৩৩ বলে ৩৭ রান করে আউট হন। লিটন দাস ১ রানে অপরাজিত থাকেন।

শুরুতে দুই ওপেনার সৌম্য আর এনামুল হক বিজয় নামলেও চোখে কিছু একটা পড়ার কারণে ১৬ বলে ৪ রান করে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন সৌম্য। এরপর অধিনায়ক শান্ত এসে যোগ দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান।

এই জয়ের ফলে নিউজিল্যান্ডের মাঠে এই প্রথম এক দিনের ম্যাচ জিতল বাংলাদেশ।

বাংলাদেশ vs নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল

প্রথম ইনিংস

দলস্কোরব্যাটিংবোলিং
নিউজিল্যান্ড৯৮/১০ (৩১.৪ ওভার)উইল ইয়ং (২৬), টম ল্যাথাম (অধিনায়ক) (২১)তানজিম হাসান সাকিব (৭-১৪-৩), সৌম্য সরকার (৬-১৮-৩), শরীফুল ইসলাম (৭-২২-৩)

 

দ্বিতীয় ইনিংস

দলস্কোরব্যাটিংবোলিং
বাংলাদেশ৯৯/১ (১৫.১ ওভার)নাজমুল হোসেন শান্ত (৫১), আনামুল হক (৩৭)উইলিয়াম ও’রর্ক (৪-৩৩-১), অ্যাডাম মিলনে (৪-১৮-০)

 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: তানজিম হাসান ৩-২৪-৭

ম্যান অব দা সিরিজ: উইল ইয়াং – ১০৫, ৮৯, ২৬

তারিখরানবলচারছক্কাস্ট্রাইক রেটপ্রতিপক্ষভেন্যু
১৭ ডিসেম্বর ২০২৩ – ১ম ওয়ানডে১০৫৮৪১৪১২৫.০০বুংলাদেশডুনেডিন
২০ ডিসেম্বর ২০২৩ – ২য় ওয়ানডে৮৯৯৪৯৪.৬৮বুংলাদেশনেলসন
২৩ ডিসেম্বর ২০২৩ – ৩য় ওয়ানডে২৬৪৩৬০.৪৬বুংলাদেশনেপিয়ার

 

** নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ওডিআই সিরিজের ফলাফল**

ম্যাচতারিখভেন্যুবিজয়ীস্কোরব্যবধানপদ্ধতি
১ম ওয়ানডেরবিবার, ১৭ ডিসেম্বর ২৩ডুনেডিননিউজিল্যান্ড২৩৯/৭ (৩০ ওভার)৪৪ রান (ডিএলএস)ডিএলএস পদ্ধতি
২য় ওয়ানডেবুধবার, ২০ ডিসেম্বর ২৩নেলসননিউজিল্যান্ড২৯৬/৩ (৪৬.২ ওভার)৭ উইকেট২২ বল বাকি থাকতে
৩য় ওয়ানডেশনিবার, ২৩ ডিসেম্বর ২৩নেপিয়ারবাংলাদেশ৯৯/১ (১৫.১ ওভার)৯ উইকেট২০৯ বল বাকি থাকতে

 

এরপর আগামী বুধবার নেপিয়ারেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ মুখোমুখি হবে দুই দল।

দলস্প্যানম্যাচজয়পরাজয়ড্রটাই% ড্র%
বাংলাদেশ২০১০-২০২২১৭১৪000.00১৭.৬৪
নিউজিল্যান্ড২০১০-২০২২১৭১৪000.00৮২.৩৫

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here