আগামী বছর বাংলাদেশে সরকারি ছুটির দিন নির্ধারিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মতে, ২০২৫ সালে মোট ২৬ দিন সরকারি ছুটি থাকবে। এই সিদ্ধান্ত ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী ২০২৫ সালে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এছাড়া সাধারণ ছুটি ১২ দিন। এর মধ্যে পাঁচ দিন সাপ্তাহিক ছুটির দিন। নির্বাহী আদেশে ছুটি মোট ১৪ দিন, এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির দিন।
(ক) সাধারণ ছুটি – সরকারি ছুটির দিন
ক্রমিক নং | পর্বের নাম | সরকারি ছুটির দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৮ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
২ | স্বাধীনতা ও জাতীয় দিবস | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১ | ১ দিন |
৩ | বাংলা নববর্ষ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৪ | *ঈদ-উল-ফিতর | সোমবার, ৩১ মার্চ ২০২৫ | ১৭ রমজান ১৪৪৬ | ১ দিন |
৫ | মে দিবস | বৃহস্পতিবার, ১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৬ | *বুদ্ধ পূর্ণিমা | রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৭ | *ঈদ-উল-আযহা | শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | ২৮ রমজান ১৪৪৬ | ১ দিন |
৮ | জন্মাষ্টমী | রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২ | ১ দিন |
৯ | *ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) | রবিবার, ১৬ অক্টোবর ২০২৫ | ১২ রবিউল আওয়াল ১৪৪৭ | ১ দিন |
১০ | দুর্গাপূজা (বিজয়া দশমী) | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
১১ | বিজয় দিবস | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
১২ | বড়দিন | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
* এই তারকাচিহ্ন তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল – মোট ছুটি: ১২ দিন
(খ) নির্বাহী আদেশে সরকারি ছুটির দিন
ক্রমিক নং | পর্বের নাম | সরকারি ছুটির দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | শব-ই-বরাত | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯ মাঘ ১৪৩১ | ১ দিন |
২ | শব-ই-কদর | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২৫ | ২৪ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
৩ | ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ১ দিন ও পরের ২ দিন) | শনিবার, ৩০ মার্চ ও রবিবার, ৩১ মার্চ ২০২৫ এবং সোমবার, ০১ এপ্রিল ২০২৫ | ১৬, ১৭, ১৮ রমজান ১৪৪৬ | ৪ দিন |
৪ | নববর্ষ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ০১ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৫ | ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ১ দিন ও পরের ২ দিন) | বুধবার, ২৫ জুন ২০২৫ থেকে শুক্রবার, ২৭ জুন ২০২৫ | ১১, ১২, ১৩ যিলহজ্জ ১৪৪৭ | ৫ দিন |
৬ | আশুরা | রবিবার, ০৬ জুলাই ২০২৫ | ২২ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
৭ | দুর্গাপূজা (নবমী) | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
* এই তারকাচিহ্ন তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল – মোট ছুটি: ১৪ দিন
(গ) ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
ক্রমিক নং | পর্বের নাম | ছুটির দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | *শব-ই-মেরাজ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | ১৪ মাঘ ১৪৩১ | ১ দিন |
২ | *ঈদ-উল-ফিতর (ঈদের পরের তৃতীয় দিন) | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ১ দিন |
৩ | *ঈদ-উল-আযহা (ঈদের পরের চতুর্থ দিন) | বুধবার, ১১ জুন ২০২৫ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১ দিন |
৪ | *আখেরি চাহার সোম্বা | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | ০৩ ভাদ্র ১৪৩২ | ১ দিন |
৫ | *ফাতেহা-ই-ইয়াজদাহম | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
* এই তারকাচিহ্ন তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল – মোট ছুটি: ৫ দিন
(ঘ) ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
ক্রমিক নং | পর্বের নাম | ছুটির দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | শ্রীশ্রী সরস্বতী পূজা | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১ | ১ দিন |
২ | শ্রীশ্রী শিবরাত্রি ব্রত | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
৩ | দোলযাত্রা | শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
৪ | শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | ১৩ চৈত্র ১৪৩১ | ১ দিন |
৫ | মহালয়া | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
৬ | শ্রী শ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) | সোমবার, ২৯ সেপ্টেম্বর ও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১৪ ও ১৫ আশ্বিন ১৪৩২ | ২ দিন |
৭ | শ্রীশ্রী লক্ষ্মী পূজা | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
৮ | শ্রী শ্রী কালিপূজা | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ০৪ কার্তিক ১৪৩২ | ১ দিন |
একটি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ৯ দিন
(ঙ) ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)
ক্রমিক নং | পর্বের নাম | ছুটির দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | ইংরেজি নববর্ষ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১ | ১ দিন |
২ | ভস্ম বুধবার | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১ | ১ দিন |
৩ | পুণ্য বৃহস্পতিবার | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ০৪ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৪ | পুণ্য শুক্রবার | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ০৫ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৫ | পুণ্য শনিবার | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | ০৬ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৬ | ইস্টার সানডে | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ০৭ বৈশাখ ১৪৩২ | ১ দিন |
৭ | যিশু খ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন) | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৯ পৌষ ১৪৩২ ও ১১ পৌষ ১৪৩২ | ২ দিন |
তিনদিন সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ৮ দিন
(চ) ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
ক্রমিক নং | পর্বের নাম | পালনের নির্ধারিত দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | *মাঘী পূর্ণিমা | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১ দিন |
২ | চৈত্র সংক্রান্তি | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১ | ১ দিন |
৩ | বুদ্ধ পূর্ণিমা (পূর্বের ও পরের দিন) | শনিবার, ১০ মে ২০২৫ ও সোমবার, ১২ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ ও ২৯ বৈশাখ ১৪৩২ | ২ দিন |
৪ | *আষাঢ়ী পূর্ণিমা | বুধবার, ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ১ দিন |
৫ | * মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১ দিন |
৬ | * প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২ | ১ দিন |
*চাঁদ দেখা বা চান্দ্রতিথির উপর নির্ভরশীল – দুটি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ৭ দিন
(ছ) ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)
ক্রমিক নং | পর্বের নাম | পালনের নির্ধারিত দিন ও তারিখ | বাংলা মাসের দিন ও তারিখ | ছুটির পরিমাণ |
১ | বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরুপ সামাজিক উৎসব | শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১ ও ০২ বৈশাখ ১৪৩২ | দিন |
ঐচ্ছিক ছুটির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর: সরকারি কর্মচারীরা এবার নিজ ধর্ম অনুযায়ী আরও তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। সরকারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কী বলা হয়েছে প্রজ্ঞাপনে?
- তিন দিনের ঐচ্ছিক ছুটি: প্রতিটি কর্মচারী বছরে নিজ ধর্ম অনুযায়ী তিনটি নির্দিষ্ট দিন ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।
- পূর্ব অনুমোদন: ছুটি ভোগ করার আগে কর্মচারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
সাধারণ ছুটির সঙ্গে যোগ: ঐচ্ছিক ছুটি সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যাবে। - বিশেষ ক্ষেত্রে: যেসব অফিসের নিজস্ব আইন-কানুন আছে বা যেসব অফিস সরকারের অত্যাবশ্যকীয় সেবা প্রদান করে, সেখানে সংশ্লিষ্ট অফিসের নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটির বিষয়টি নিষ্পত্তি হবে।
- ছুটির বিষয়ে বিস্তারিত জানতে আপনার অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।