শ্রীলঙ্কার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজাপাকসের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
As we usher in a new journey for Sri Lanka, we must remember that all Sri Lankans are part of this journey. Let us rejoice peacefully, with dignity and discipline in the same manner in which we campaigned. pic.twitter.com/tXqLrdH3Qv
— Gotabaya Rajapaksa (@GotabayaR) November 17, 2019
তাঁর প্রাপ্ত ভোট ৬০ শতাংশের কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, শ্রীলঙ্কার বর্তমান শাসক দলের হয়ে মন্ত্রী সাজিথ প্রেমাদাসা মানুষের রায় মেনে নিয়েছেন।
সাত মাস আগের ভয়াবহ সন্ত্রাসী হামলার দেশটির পর্যটন শিল্প ও বিনিয়োগে ধস নামে। তাই দেশটির এই আর্থিক সঙ্কটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। এই নির্বাচনে ক্ষমতাসীন সরকারের আবাসন বিষয়ক মন্ত্রী সাজিথ প্রেমাদাসার এবং গোটাবায়া রাজাপাকসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
অবসরপ্রাপ্ত সাবেক লে. কর্নেল রাজাপাকসে (৭০) প্রায় ৪৮ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন। প্রায় ৩০ লাখ ব্যালোট গণনা শেষ হয়েছে।
রাজাপাকসের প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা (৫২) ৪৫ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া বলেন, কমপক্ষে ৮০ শতাংশ ভোটার শনিবারের ভোটে অংশ নিয়েছেন।