photo credit: miss-universe/twitter

পর্দা নামলো এবারের মিস ইউনিভার্সের আসরের। ২০১৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি (Zozibini Tunzi )।

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অনুষ্ঠিত এ বছরের আসরে অংশ নেয় ৯০টি দেশ। সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ বৈশ্বিক এই আসরে এবার অভিষেক হয় বাংলাদেশের।

৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এবারের আসর। নানা ধাপ পেরিয়ে জমজমাট এই আসরের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন। শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। এরপর সেখান থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ জন প্রতিযোগীকে।

চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট মাথায় তোলেন আফ্রিকান সুন্দরী জোজিবিনি তুনজি। তাঁকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।

এ বছর রানার্স আপ হন পুয়ের্তো রিকোর ম্যাডিসন অ্যান্ডারসন। তৃতীয় হন মেক্সিকান সুন্দরী সোফিয়া আরাগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here