ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিরোধী লেবার পার্টির ভরাডুবি হলেও সংসদ সদস্য হয়েছেন এই দল থেকে লড়া বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী। এদের মধ্যে রুশনারা আলী টানা চারবার, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রুপা তিনবার এবং প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। এবারই প্রথম চারজন ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ব্রিটেনের সংসদে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৫ সালে লেবার পার্টি থেকে প্রথম নির্বাচন করেই জয়ী হন। ২০১৭ সালের নির্বাচনেও পুনঃনির্বাচিত হন। ৩৭ বছর বয়সী টিউলিপ সিদ্দিককে পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণেই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।

উল্লেখ্য, এই আসনে ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন টিউলিপ। দ্বিতীয় স্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। লিবারেল ডেমোক্রেটস দলের প্রার্থী ম্যাট স্যান্ডার্স ১৩ হাজার ১২১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এ ছাড়া গ্রিন পার্টির ডেভিড স্ট্যানসেল পেয়েছেন ১৬০৮ ভোট, ব্রেক্সিট পার্টির জেমন পয়েন্টন পেয়েছেন ৬৮৪ ভোট। আফসানা বেগম তার আসনে ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।

ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ২০১০ সালে সংসদ সদস্য নির্বাচিত হন রুশনারা। কনজারভেটিভ সরকারের আমলেও তিনি বাংলাদেশ-বিষয়ক বাণিজ্য দূতের দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here