কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার যিনি কাটা, কপি ও পেস্ট (Cut, Copy, Paste) কমান্ডটি তৈরি করেছিলেন, তিনি মারা গেছেন। তাঁর বয়স ৭৪।

কাট, কপি ও পেস্ট বিষয়গুলো কম্পিউটারে আমাদের কাজকে আরও সহজ করেছে। টেসলার ১৯৬০ এর দশকের গোড়ার দিকে সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেছিলেন। এটি এমন একটি সময় ছিল যখন কম্পিউটারের বিষগুলো বেশিরভাগ মানুষের নাগালের বাইরে ছিল।

কাটা, কপি, পেস্ট ছাড়াও তিনি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস-এর মতো অনেক কমান্ড তৈরি করেছিলেন যা মানুষের ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করা আরও সহজ করে তুলে ।

এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরোক্সের পক্ষ থেকে বলা হয়, ধন্যবাদ তার বৈপ্লবিক চিন্তাকে যেটা আপনার কাজকে আরো সহজ করেছে।

ল্যারি টেসলারর ১৯৪৫ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। স্নাতক শেষ হওয়ার পরই মূলত তিনি কম্পিউটারের কাজকে আরো সহজ করার চেষ্টা করতে থাকেন। সিলিকন ভ্যালির কম্পিউটার ইতিহাস যাদুঘর বলছে যে কম্পিউটার ইউজার ইন্টারফেসে বিপ্লব ঘটিয়েছেন এই বিজ্ঞানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here