মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে তিনি মারা যান।
BREAKING NEWS: Former Egyptian President Hosni Mubarak, who ruled Egypt for 30 years before he was overthrown in a popular uprising, has died at 91 https://t.co/04FkF6eCpD
— CNN (@CNN) February 25, 2020
জানুয়ারির শেষ দিকে মুবারকের অস্ত্রোপচার হয়। এরপর তাকে তার নাতির সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল। তবে গত শনিবার মুবারকের ছেলে আলা জানান, তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। এরপরই মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি তার মৃত্যুর খবর জানাল।
আরব বসন্তের প্রেক্ষাপটে তিন দশক ধরে ক্ষমতায় থাকা হোসনি মোবারক ২০১১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর দ্বারা ক্ষমতাচ্যুত হন। এর দুই মাস পর এপ্রিল মাসে গ্রেপ্তার হন তিনি। পরে ২০১৭ সালের মার্চে তিনি কারাগার থেকে মুক্তি পান।
Breaking News: Hosni Mubarak, the former Egyptian president, has died at 91. His 3-decade hold on power was upended during the Arab Spring in 2011. https://t.co/uzIq5Ay1On
— The New York Times (@nytimes) February 25, 2020
১৯২৮ সালে জন্ম নেওয়া হোসনি মোবারক তরুণ বয়সে মিসরের বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দেন। ১৯৭২ সালে বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হয়ে পরের বছর আরব-ইসরায়েল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর এক দশকেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট হয়ে যান তিনি। তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর ক্ষমতাসীন হন হোসনি মোবারক।
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখেন তিনি। তার আমলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে মিসর। তবে তার সময়ে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা পেলেও মিসরে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতি বাড়তে থাকে। আর এর জের ধরেই আরব বসন্তের অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে হয় তাকে।