হোয়াইটহাউসের বরাত দিয়ে সিএনএন জানায় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষায় নেগিটিভ ফলাফল এসেছে ।
President @realDonaldTrump has tested negative https://t.co/k9Z5QjQhAX
— MorningRinger (@morning_ringer) March 15, 2020
স্থানীয় সময় শুক্রবার রাতে করোনার পরীক্ষা করেন প্রেসিডেন্ট। পরীক্ষার ফলাফল ২৪ ঘন্টারও কম সময়ে প্রকাশিত হল।
ব্রাজিলের এক প্রতিনিধিদের সাথে রাতের খাবার খাওয়ার এক সপ্তাহ পর টেস্টে রাষ্ট্রপতি ট্রাম্পের করোনার কোনও চিহ্ন দেখা যায়নি। তবে ওই যাদের সাধে দেখা করেছেন তারা করণে আক্রান্ত হয়েছেন ।
এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি করোনার ভাইরাস পরীক্ষা করেছেন। দু’দিনের মধ্যে টেস্ট রিপোর্ট আসবে।