গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় করোনাভাইরাসে থানকুনি পাতা খাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। চরমোনাইর পীর সাহেব স্বপ্নে দেখেছেন- ‌‘থানকুনি পাতা লবন দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস সংক্রমিত হতে পারবে না’- এমন গুজব মঙ্গলবার সন্ধ্যায় ছড়িয়ে পড়ে। এর ওপর ভিত্তি করে উপজেলার সর্বত্র থানকুনির পাতা খাওয়ার হিড়িক পড়ে যায়।

গুজবে সাড়া দিয়ে কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় নারী-পুরুষ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে লাইট জ্বালিয়ে থানকুনি পাতা সংগ্রহে নেমে পড়েন। বুধবার ভোর পর্যন্ত অনেকেই মাঠ, পুকুরপাড়, জমির আইল থেকে থানকুনি পাতা সংগ্রহ করেন।

চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম হোসাইন বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ ধরণের কোন তথ্য আমাদের জানা নেই। একটি মহল পীর সাহেবের নামে গুজব ছড়াচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here