ইতালিতে করোনাভাইরাসের মৃতের সংখ্যা ৩,৪০৫-এ পৌঁছেছে, যা চীনের রেকর্ড অতিক্রম করেছে ।
With 3,405 COVID-19 deaths, Italy just surpassed China https://t.co/dGwjKMeH26
— MorningRinger (@morning_ringer) March 19, 2020
বিবিসির খবরে বলা হয়েছে যে, একদিনে মৃত্যুর সংখ্যা ৪২৭ জন বেড়ে যাওয়ার পরে করোনাভাইরাস অন্য কোনও দেশের তুলনায় ইতালিতে বেশি লোক মৃত্যু বরণ করেছে ।
গত বছর চীনের উহান শহরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সেখানে ৩২৪৫জন মারা গেছে ।
ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কন্তে জরুরি খাদ্যসামগ্রী এবং ওষুধের দোকান ব্যতীত সমগ্র ইতালিতে সব ধরনের দোকানপাট, বার, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছেন।
গত ১২ মার্চ থেকে অবরুদ্ধ অবস্থায় আছে ইতালি যা ২৫ মার্চ পর্যন্ত সেখানের ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে এই পদক্ষেপগুলি সত্ত্বেও, সেখানে মৃত্যুর হার কমছে না, বরং প্রতিদিন বাড়ছে। এ অবস্থায় দেশের মানুষকে মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়েছেন ইতালি সরকার।
With 3,405 COVID-19 deaths, Italy just surpassed China https://t.co/KJ6UdL4LcR
— MorningRinger (@morning_ringer) March 19, 2020
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছে প্রায় ১০,০০০। মৃতের সংখ্যা ৯৮৩৭ জন। বর্তমানে ইতালির পর মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, এরপর ইরান যেখানে এ পর্যন্ত ১২৮৪ জন মারা গেছে ।